শুধুই প্রত্যাশা নিয়ে
-----শ্যামল রায়
বুক ভরা আশা নিয়ে
স্বপ্নের ফসল যখন খুঁজি
আধার এসে জড়ো হয় চারদিক।
তবুও স্বপ্নরা জেগে উঠে বলে
জল কাদা একাকার হলেও
সলতে দাও
বুকের উষ্ণ উত্তাপে
জ্বলে উঠুক আলো।
আলোয় ভরা পাখির ডানা
উড়িয়ে দেবো
মুছে যাবে ঘন কালো অন্ধকার
নতুন রঙে নতুন শব্দে
শাড়ির নকশায় দেখতে পাবো
শুধুই তোমাকে, শুধুই তোমাকে আর একটা
আর একটা সকাল বেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন