এসো মা দুর্গা
------পায়েল মজুমদার
অপেক্ষায় ছিলাম এক বছর ধরে,
তুমি মা কবে আবার আসবে ফিরে।
যখন হিমের পরশ লাগল গায়ে,
বুঝেছি আসছে শরৎ নেচে-গেয়ে।
সকালের ঘাসে শিশিরে ভেজা,
আকাশে সাদা মেঘের ভেলায় ভাসা।
বুঝেছি এবার সময় হল মায়ের আসার।
নাচে গানে মাতবে সবার মন আবার।
কিন্তু যে মা আগের মতো নেইকো কিছু,
সকলের মনের আনন্দ যে আজ নিভু নিভু ।
সকল মানুষ ভাসছে কেমন মৃত্যুর ভেলায়,
মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মৃত্যুর দরজায়।
জানি মাগো তুমি দয়াময়ী,
তোমার দয়ার দানে রক্ষা কর এই মানব জাতি।
সুখের ভেলায় নিয়ে আসো জীবনদানের ঔষধী।
সবার মনের দুঃখ কর দূর,
সকলে হয়ে উঠুক আনন্দে ভরপুর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন