সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

দেবোপম সেন

           কংক্রিটের শহর


                           ------দেবোপম সেন


আকাশটা ইস্পাত ঢাকা,

এদিক ওদিক অজস্র মুখোশ,চোখ গুলি ফ্যাকাশে,

দূরবীনের ডাকনাম দূরত্বে মিশে গেছে,চুপ থাকো জানোয়ার,,

এই কালো ঘরে চিৎকার করো,শুধু কৃত্রিম রং এর হাহাকার।।

রেখা গুলি রোজ  সুখের খোঁজে শোক খোঁজে রেখে দেয়।

রাত পোহালেই অন্ধকার,আমার হাত  ধরে  বিদায় নেয়,

এই বুঝি আমার শেষ দিন,রেখে গেছি প্রান্ত শেষ প্রান্তে,

এই বুঝি কিছু  ভেঙে গেছে,আমার গল্পের খুব অজান্তে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন