সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

রাজেশ ভট্টাচার্য্য

                দীনের হরি

                  

                           ---- রাজেশ ভট্টাচার্য্য


'খ'-এর পানে চেয়ে আছি একা।

নভতে পাইনা কেনো তোমার দেখা?

লোকে বলে তুমি আছো আকাশেতে।

তাইতো আমি তোমায় খুঁজি গগনেতে।

কোনো এক নিশিতে চেয়ে আছি অন্তরীক্ষে,

দেখলাম শুধু আসমানের তারা।

জিজ্ঞাসিলাম আমি শূন্যের তারারে--

পাইনা কেনো দেখতে অম্বরে  হরিরে?

মিটমিটিয়ে বলল নীলিমার সকল তারা--

দীন-দরিদ্রের মাঝেই দ্যুলোকের হরি ধরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন