দীনের হরি
---- রাজেশ ভট্টাচার্য্য
'খ'-এর পানে চেয়ে আছি একা।
নভতে পাইনা কেনো তোমার দেখা?
লোকে বলে তুমি আছো আকাশেতে।
তাইতো আমি তোমায় খুঁজি গগনেতে।
কোনো এক নিশিতে চেয়ে আছি অন্তরীক্ষে,
দেখলাম শুধু আসমানের তারা।
জিজ্ঞাসিলাম আমি শূন্যের তারারে--
পাইনা কেনো দেখতে অম্বরে হরিরে?
মিটমিটিয়ে বলল নীলিমার সকল তারা--
দীন-দরিদ্রের মাঝেই দ্যুলোকের হরি ধরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন