শরৎ
-----সুজন দেবনাথ
শরৎ মানে মেঘ রোদ্দুর
লুকোচুরির খেলা,
শরৎ মানে উঠুন জুড়ে
শিউলি ফুলের মেলা।
শরৎ মানে শিশির ধোঁয়া
কাশের বনে দোল,
শরৎ মানে ঢাকে কাঠি
আগমনীর বোল।
শরৎ মানে নতুন জামা
আনন্দ উৎসব,
শরৎ মানে হইচই আর
খুশির কলরব।
শরৎ মানে ভোরে উঠে
ফুল কুরনোর খেলা,
শরৎ মানে সারাটা দিন
জমজমাটি মেলা।
শরৎ মানে চারি দিকটা
সাজো সাজো রব,
শরৎ মানে দোকানী দের
পশরা সাজানো পরব।
শরৎ মানে মন্ডপেতে
ঠাকুর দেখার পালা,
শরৎ মানে প্রতিযোগীর
দারুণ দারুণ খেলা।
শরৎ মানে পূজোর আড্ডায়
মেতে উঠে মন,
শরৎ মানে খাওয়া দাওয়া
দিব্যি কাটছে ক্ষন।
শরৎ মানে বিজয়াতে
সিঁদুর মাখামাখি,
শরৎ মানেই মায়ের ভাসান
সবার বিসাদের মুখ দেখি।
কোথায় গেল সেই শরৎ
আজ কেমন যেন দিন,
সাদা কালো লাগছে শরৎ
লাগছে না আর রঙিন।
নেই যেন সেই কোলাহল
আর পূজো পূজো রব,
চারিদিকটা স্তব্ধ যেন
লাগছে আজ নীরব।
কোথা হতে করোনা নামে
রাক্ষসী এক এল,
হঠাৎ যেন সব আনন্দ
মাটি করে দিল।
মা-গো
প্রতিবার তো অশুর বিনাশ
করেছ ধরায় এসে,
এইবার তুমি এসো মাগো
করোনা বিনাশে।
জা- গো- ও- ও, তুমি জা- আ- আ- আ গো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন