সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

কিশোর কুমার ভট্টাচার্য

             কুহেলিকা


                    ------কিশোর কুমার ভট্টাচার্য


জ্ঞানের ভান্ডার --লুক্কায়িত

কৌতূহল সদা জাগ্রত,

জটিল তত্ত্ব --তথ‍্যের বিপাক 

সাধনায় দুর্গমতার পাক।

গুপ্তধন!--সে যে ছড়ানো সর্বত্র;

সামনে থেকেও পাই না খুঁজে --

সে যে কী!

জীবনটা হয়ে পড়ে ব‍্যর্থ।

গুপ্তধন হাতে পেতে কতো দিবানিশি

জলে-জঙ্গলে,পাহাড়ে-রত্নাকরে 

বেড়াই ঘুরে,

গুপ্তধন!সামনে ছুটে--

তারে ধরতে দৌড়াই পেছনে  পেছনে।

দৌড়াতে দৌড়াতে ক্লান্ত পথিক

দেখি সবই -মরীচীকা।

তরুতলে বিরামকালে ভাবি

কামনা,লালসা--সবই কুহেলিকা।



রচনাকাল:- ১০-০৪-২০২০ ইং শুক্রবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন