কুহেলিকা
------কিশোর কুমার ভট্টাচার্য
জ্ঞানের ভান্ডার --লুক্কায়িত
কৌতূহল সদা জাগ্রত,
জটিল তত্ত্ব --তথ্যের বিপাক
সাধনায় দুর্গমতার পাক।
গুপ্তধন!--সে যে ছড়ানো সর্বত্র;
সামনে থেকেও পাই না খুঁজে --
সে যে কী!
জীবনটা হয়ে পড়ে ব্যর্থ।
গুপ্তধন হাতে পেতে কতো দিবানিশি
জলে-জঙ্গলে,পাহাড়ে-রত্নাকরে
বেড়াই ঘুরে,
গুপ্তধন!সামনে ছুটে--
তারে ধরতে দৌড়াই পেছনে পেছনে।
দৌড়াতে দৌড়াতে ক্লান্ত পথিক
দেখি সবই -মরীচীকা।
তরুতলে বিরামকালে ভাবি
কামনা,লালসা--সবই কুহেলিকা।
রচনাকাল:- ১০-০৪-২০২০ ইং শুক্রবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন