এসো ত্রিনয়নী
-----গোপাল দে
বছর ঘুরে আসছে আবার
মোদের শারদীয়া।
কি ধন দিয়ে করবো বরণ
ভাবলে কাঁপে হিয়া।।
ফাঁকা মোদের লক্ষীভাঁড় আজ
বন্ধ উপার্জন।
করোনা নামক মহামারী
খেলো জমানো ধন।।
এবার একটু কষ্ট করো
ঘরে নেই কিছু।
জানিনা কবে করোনা ব্যাধি
ছাড়বে মোদের পিছু।।
মহিষাসুর বধ করে যাও
প্রতি বছর বছর।
ধ্বংস করো করোনাসুর
গুনছি মোরা প্রহর।।
আসার সময় ত্রিনয়নী
খাবার কিছু এনো।
গরীব সন্তান অভুক্ত আজ
ভালো নেই জেনো।।
আসছে বছর ধুমধাম করে
করবো আবাহন।
একটা বছর কষ্ট করো
এই নিবেদন।।
চারদিকেতেই করোনা ত্রাস
ঘরে বাইরে খরা।
ত্রিনয়নের আগমনে
ধন্য হোক এই ধরা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন