অভিমানী শৈশব
------লিটন শব্দকর
মনু নদী হাতছানি দিয়ে ডেকে বলে
ফিরে আয় শৈশবে;
এখনো অনেক খেলা বাকি পড়ে আছে,
মাঝখানে এক চিরন্তনী বেড়া
অভিমান ধুয়ে যায় খোয়াই জলের কাছে।
প্রাক শরতের কাঁকড়ি নদী
চিঠি ফুরোনো কাশের দোলা
দেখা না হওয়ার প্রজাপতিলিখন
বারোয়ারি গোধুলিতলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন