আমার দূর্গা
------রাজেশ পাল
আমার দূর্গা বিদ্যা রূপে বুদ্ধি
আমার দূর্গা স্ত্রী রূপে লক্ষ্মী,
আমার দূর্গা শক্তি রূপে শিবানী,
আমার দূর্গা মাতৃ রূপে জননী।
আমার দূর্গা স্কুলে যায়
আমার দূর্গা কলেজ পড়ায়,
আমার দূর্গা স্বপ্ন বুনতে জানে
আমার দূর্গা স্বপ্ন পূরণ করতে জানে।
আমার দূর্গা শিক্ষিত
আমার দূর্গা সমাজে প্রতিষ্ঠিত,
আমার দূর্গা প্রান বাচাঁতে জানে
অন্যের জন্য নিজের জীবন দিতে জানে।
আমার দূর্গা সংসার চালাতে জানে
বট বৃক্ষ ন্যায় সবাইকে আগলে রাখতে জানে,
নিজে দুঃখে থেকেও অপরকে খুশি রাখতে জানে
আমার দূর্গা ত্যাগ করতে জানে।
আমার দূর্গা অস্ত্র হাতে নিতে জানে
আমার দূর্গা স্বর্গ এবং মর্ত্যকে রক্ষা করতে জানে,
আমার দূর্গা তেজী , আমার দূর্গা জেদি
আমার দূর্গা সমাজে পরিবর্তন আনতে জানে,
সে পাপ এবং পাপির নাশ করতে জানে।
আমার দূর্গা প্রতিবাদ করতে জানে
অন্যায়ের বিরুদ্ধে সে আওয়াজ তুলতে জানে।
আমার দূর্গা অত্যাচারের বিরুদ্ধে খড়গ হাতে নিতে জানে,
সে নিজের সম্মান বাচাঁতে জানে,
আমার দূর্গা কলম ধরতে জানে
সে অবহেলিতদের পাশে দাঁড়াতে জানে।
আমার দূর্গা শাস্ত্র পড়তে জানে
কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে জানে,
আমার দূর্গা নয় অবলা
আমার দূর্গা অভয়া
আমার দূর্গা নিজের শর্তে বাচঁতে জানে
আমার দূর্গা নিজের শর্তে বাচঁতে জানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন