ফাইলবন্দী
------শ্রীমান দাস
প্রশংসায় আজ আর ভরেনা মন
উদ্যম ফেরেনা পুষ্পস্তবকে ,
সুদের টাকা মুকুব হয়না
ফাইলবন্দী শংসাপত্র দেখালে।
কিংবা , ধৌতজলেও হয়না উদরপূরণ,
ভাতের থালায় যেতেই হয় কলমধরা হাত ।
বাঁচতে হলে দু’মুঠো খেতে চাই ।
কাঁধে চাপে খাওয়ানোর দায়
চেপে ধরে আবদার , বায়না কত কি !
কলমধারী হাতে তখন কোদালের একনায়কতন্ত্র ।
শংসাপত্র তখন শুধুই ফাইলবন্দী নিস্ফলা কাগজ ।
কোদাল চালানো ফোসকা পড়া হাতে
কলম ধরা বড়োই যন্ত্রনার ।
গলার উত্তরীয় হয় ফাঁসির উপাদান । ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন