তুমি আসবে বলে
------সুকমল গুপ্ত
শরতের স্নিগ্ধ সকালখানি,
তোমার পায়ে নূপুর , হাতে ফুলসাজি
কোমল দূর্বা মারিয়ে চলা,
স্নিগ্ধ আলোয় চিকচিক করা শিশির বিন্দু
ঝিলমিল করছে কচি পাতার সুচাগ্র ভাগে,
শুধু তুমি আসবে বলেই,
তুমি আসবে বলেই,, শিউলি ফোঁটা,
কাশবনে দোলে উঠে ঘন কাশফুল
সাদা মেঘ ভেসে বেড়ায়,
অনন্ত নীল আকাশে,
শুধু তুমি আসবে বলেই,
তুমি আসবে বলেই জানি,
প্রাণের স্পন্দন যেন নির্জীবেও ঘটে,
শান্ত স্নিগ্ধ , সজীবতার নির্যাস
চারিদিক মুখরিত হয়, শিউলি সুবাসে
শুধু তুমি আসবে বলে,
আমি আজো খুঁজে পাই সেই
পূজো পূজো গন্ধ,
এক মূহুর্তেই হারিয়ে যাই ছেলেবেলায়
খুঁজে নিই অতৃপ্ত আত্মার রসদ
অতীতের স্মৃতিপটে,
শুধু তুমি আসবে বলে,
শুধু তুমি আসবে বলেই,,
রোজ অপেক্ষার প্রহর গোনা,
থমকে যাওয়া সময়টাকে,একটু গতি দেওয়া
আনন্দ আর সৌহার্দ্যের মিশ্রনে,
শুধু তুমি আসবে বলে,
শুধু তুমি আসবে বলে,
পাড়ার মন্ডপে আগমনীর সুর
বেজে উঠে শুভ্র শঙ্খ ধ্বনি,
ভেসে আসে দূর থেকে
"শিশিরে শিশিরে শারদ আকাশে ,
ভোরের আগমনী"
ভরে উঠে মন সবার
হয়ে আনন্দে একাকার,
দুখ যত বিলীন হয়, মুখে ফুটে হাসি
শুধু তুমি আসবে বলেই,
শুধু তুমি আসবে বলেই
পসরা সাজায় দোকানি
ভরসা তুমি , হতভাগ্য দের
হয়তো বা পারবে খেতে মুঠো দু-খানি।
তুমি আসবে বলেই,
আজো পথ চেয়ে থাকা,
ফিরে আসে শরৎ বারংবার,
তোমার স্পর্শে খুঁজে পাই জীবন,
তাই শুধু চাই ,আসো বারবার
জীবনে সবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন