সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

কবিতা সরকার

         একটা জীবন

     

                       ----কবিতা সরকার



বেশি তো নয় একটা জীবন

মন্দ কিনবা ভালো, 

পূর্ণ হাটে রইলো কি না

কি বা এসে গেলো।



তবু যদি আছো তুমি

জীবন নদীর তটে, 

বলুক লোকে ফেলনা তো নয়

ধন্যি মানুষ বটে।



থাকোই যদি দুঃখ পাথারে

সকল কিছু ভুলে, 

ডুব দাও আজ ভব সাগরে 

দুগ্গা দুগ্গা বলে। 



জীবন শুরু যেমন করে

অরুণ রাঙা আলোক প্রাতে, 

আলতো টোকায় পড়বে খসে 

জীর্ণ শরীর বয়স দোষে। 



যাচ্ছে সময় শুধুই মিছে

হানছে কুড়াল জীবন গাছে, 

অস্ত্র নয় সময় রূপে 

নিচ্ছে কেড়ে নিশির ডাকে। 



হারিয়ো না নিজেকে তাই 

জীবন পথের বাঁকে, 

স্বপ্নগুলো সত্যি করে 

বাঁচো সবার মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন