লাল ধর্ম
-------নয়ন রায়
বারুদ মেশানো বায়ু
ধর্ম মেশানো খাবার,
দুই মিলে রাজ গোটা পৃথিবী___
মানুষ কে কার ?
হিংসার হজম বাড়ছে প্রতিরোজ
কমছে ভালোবাসা,
মিষ্টি কথায় চিঁড়ে ভিজেনা__
রক্ত চাই তাজা।
ভোরের কূজনে পাখি ডাকে না
আর্তনাদে ভরা!
রাম-রহিমের যুদ্ধ চলছে__
গোটা বিশ্বজোড়া।
কার কথা আর কেই'বা ভাবে,
নোটের গন্ধ সবার নাকে।
ধর্ম আজ বাজার-হাটে__
করছে ব্যবসা।
লাখের পিছনে লাখি হাটে,
টাকায় কার নজর ?
পথের পারে ভিখারির স্তূপ,
ওরা সব অধর্মের কবর।
ধর্ম বলে যা'ছিল বিক্রি সব
কিনছে ধনী জনে;
রাম-রহিমের গোষ্ঠীরা সব___
আজ তাদেরি ঘর কোণে।
গরীবের আওয়াজ শোনে না তাঁরা
টাকার ক্রীতদাস,
ইট-পাথরের মোটা প্রাচীরে____
বন্দি বারো মাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন