সুখী
-----অমল কুমার মাজি
প্রতিমার চোখে শ্রাবণের ধারা
বানভাসি সারা দেশ জুড়ে
সর্বস্বান্ত শারদ-সকালে
ভৈরবী বাজে বে-সুরে!
তোমার আলোর বেণু বাজে তবু
ওদের ভুবন মাতলো কই
চালাঘর সাথে সবই গেছে ভেসে
ভিটে টুকু জলে থই থই
আদরের ধন বায়না ধ'রেছে
নতুন পোষাকে সাজবে সে
মা হবে রাণী,সে রাজকুমারী
বাবাকে সাজাবে রাজবেশে!
বিষাদে ব্যথায় ব্যর্থ জননী
দু'চোখে কান্না দোলে
কত কিছু ব'লে বোঝাতে যে চায়
অবুঝ শিশু না ভোলে
বেজে ওঠে ঢাক,আরতি ঘন্টা
ঘুমিয়ে প'ড়েছে খুকি
ক্ষণিকের তরে স্বান্তনা তবু
মাতা যে নিমেষ-সুখী !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন