সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

গোপাল বনিক

             সাম্যবাদী


                     ------গোপাল বনিক


প্রতিদিন কতো ফুল ঝরে পড়ে,

আমরা শুনতে পাই তাদের আর্তনাদ।

আমি কি তোমার হাতের পুতুল?

তোমার ইচ্ছা অনিচ্ছার ক্রীতদাস!


গৃহবধূর তকমা দিয়ে আটকে রাখো ঘরে,

মনে হয় যেন গৃহপালিত-

পায়ে পায়ে বেঁধে দাও বিধিনিষেধের গন্ডী,

অথছ ভুলে যাও আমারও প্রাণ আছে প্রেম আছে।


আমরা সেই পায়ে লাগানো বেরী গুলি খুলে দিতে চাই।

শোনো নারী, বজ্রাঙ্গনা তুমি,

তোমার ভালেই শোভিত সৃষ্টির শ্রেষ্ট উপহার,

তুমিই তো জন্ম দাও পৃথিবীর শ্রেষ্ট সম্পদ।


এখন তোমার হাতে তুলে নাও শানিত কৃপাণ।

শ্মশান ভস্ম গায়ে মেখে গর্জে উঠো,

তোমার রক্ত চক্ষুর ঝলসানিতে এফোঁড় ওফোঁড় হউক-

শত্রুর কুৎসিত কদাকার মুখচ্ছবি।

তারপর আলোর পতাকা উর্দ্ধে তুলে ঘোষণা করো সাম্যবাদ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন