সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

বর্ণা দাস

                            মায়ের আগমনী 


                                                  -----বর্ণা দাস


মায়ের আগমনী হোক যেন সন্তানদের রক্ষাকবচ রূপে ,

যত দুঃখ কষ্ট গ্লানি আছে তা সব দিলাম তোমায় সপে।


ছিল সাহস  যত সঞ্চয় ধীরে ধীরে হল ক্ষয় ,

কেটে যাক এবার ধরার প্রাণে জমানো সব ভয়।


থেমে যাক মৃত্যুমিছিল কেটে যাক মহামারী ,

গাঁথা হবে নতুন ছন্দে জীবন তুমি দিলে পাড়ি।


ফুটুক হাসি ওই সরল প্রাণে ,

যে পথশিশুটা চেয়ে থাকে তোমার পানে।


পথের ধারে ক্ষুধার টানে যারা রোজ হাত পাতায় ,

দিনের শেষে ওরা যেন  পেটপুরে দু'মুঠো খেতে পায়।


মাগো দু'হাত ভরে ভরসা দিয়ো শক্তি দিয়ো মনে সবার ,

দুঃখীর ঘরে সুখের কড়া নড়ে উঠুক বারবার।


স্বপ্ন যাদের অপূর্ণ ছিল তারা মধ্যবিত্ত বলে ,

গল্প ওদের নতুন লেখা হোক সাফল্যের দেওয়ালে।


ক্লান্ত শহর সেরে উঠুক কাটিয়ে জড়া ব্যাধির রেশ ,

মাগো তোমার আগমনীতে হোক এই মহামারীর শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন