মৌনী
------দিলীপ বনিক
------দিলীপ বনিক
বসে থাকি নিরবে নিরালায় ----
ভাবি এ জগৎ কত নিঠুর !
মানুষে মানুষে ভেদ - বিভেদ ,
যখন কাটিয়ে উঠে দাঁড়াইছে
এই সমাজ ------
তখনই অদৃশ্যে হেসে লুটোপুটি
হন খান্ খান্ --- বিধাতা !
তো এতো মাখামাখি কিসের ?
এসেছো একা , যাবে একা---
জীবন নাটের এই তো খেলা !
ভেঙে হ'বে চুরমার সকল নৈকট্য ,
প্রেম , প্রীতি আর ভালোবাসা ----
বলা যাবে না কো কথা ,
যা অযথা বাক্য ব্যয় !
থাকো মৌনী হয়ে ,
যে ক'দিন আছো এই ধরায় ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন