সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

দিলীপ বনিক


               

               মৌনী 
                        ------দিলীপ বনিক     
  

     

বসে থাকি নিরবে নিরালায় ---- 

ভাবি এ জগৎ কত নিঠুর !

মানুষে মানুষে ভেদ - বিভেদ ,      

 যখন কাটিয়ে উঠে দাঁড়াইছে       

 এই সমাজ ------                          

তখনই অদৃশ্যে হেসে লুটোপুটি   

 হন খান্ খান্ --- বিধাতা !         

 তো এতো মাখামাখি কিসের ? 

 এসেছো একা , যাবে একা---

 জীবন নাটের এই তো খেলা !     

ভেঙে হ'বে চুরমার সকল নৈকট্য , 

প্রেম , প্রীতি আর ভালোবাসা ----   

বলা যাবে না কো কথা , 

যা অযথা বাক্য ব্যয় !                       

থাকো মৌনী হয়ে , 

যে ক'দিন আছো এই ধরায় ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন