সন্ধিক্ষণে
------তাপীব (ছদ্মনামে)
জীবন’-আমার খেলার মাঠ,
‘মৃত্যু’-তুমি রাত্রি;
চির-অনন্ত সন্ধি-যুগল-
আমি অভিযাত্রী ।।
গ্রন্থ-কেতাব- শেষ হরফে,
হুইস্যল উপরতি;
লুপ্ত-সত্তার গন্ডী’ পরে-
গোধূলির চিহ্ন-যতি।।
জীবন-রমন আভিজাত্যে-
ক্লান্ত-শমন উপাঙ্ক;
শঙ্কা কোথায়! উপলব্ধ-তৃপ্তি;
প্রশান্তির ঘনাঙ্ক।
স্থিতি’র প্রভব, বিয়োগান্তে-
প্রণয়ান্তে ঊঢ়ি;
চিতা-বহ্নি নিশান ছড়ায়-
বর্গীয়-প্রত্যাশা সঞ্চারি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন