------- অভিষিক্তা রায়
যার স্মৃতিতে খুন করেছো রাতের ঘুম রোজ,
সে তো ব্যস্ত বাসর সাজাতে,নেয় কি তোমার খোঁজ??
যার জন্যে আরশিনগর ঢেকেছে অন্ধকারে-
ক্যানভাস তার রঙীন হয়েছে,অন্য কারোর আদরে।
যার কারনে তোমার ঠোঁটে চুমু দেয় নিকোটিন,
তার ঠোঁটে আজ নতুন স্পর্শে উষ্ণ একটা দিন-
যার বারনে ছেড়েছিলে তুমি শহরতলির পথ,
সেই শহরেই নতুন সঙ্গে তার সাজানো স্বপ্নপট।
ফিসফিসিয়ে রাতবিরেতে বলতো কথা যে,
অন্য চোখে চোখ রেখে আজ নিজেকে খোঁজে সে-
যে বলেছিলো হাতটি ধরে,যেওনা প্লিজ ছেড়ে,
সে-ই আবার সুখক্রেতা হয়ে নতুন আশ্রয় গড়ে।
কপালের টিপে,চুলের ক্লিপে খুঁজতে যার গন্ধ,
তার গিটারে,আবদারের সুরে বাজছে নতুন ছন্দ-
শীতের রাতে উষ্ণতা দিতে চাদর দিয়েছো টেনে,
সে-ও এখন চাদর হাতে নতুনের প্রহর গোনে।
বাদলার রাতে বাজের শব্দে আগলে রাখতে যাকে,
দিনের শেষে নতুনকে সে যত্নে আগলে রাখে-
যাকে ভালোবেসে দিয়েছিলে এক পৃথিবী উজাড় করে,
তারই প্রতিদানে ভেঙ্গেছো তুমি বিধ্বংসী এক ঝড়ে।
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ায় ভরা সে,ফাগুন মাস,
খুশি ঝলমলে তার চোখে লেখা তোমারই সর্বনাশ-
যাকে পেতে গিয়ে সমস্ত হৃদয় করেছিলে অপচয়,
সে-ই তো তোমাকে নিঃস্ব করেছে,মাপেনি তোমার ক্ষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন