তবুও বৃষ্টি নামুক
------শ্যামল রায়
বিবেকের মরুভূমিতে বৃষ্টি নেই
চোখ পড়লে দেখা যায় খাদ
সবুজতা শুধুই হলদে রঙের ফ্যাকাশে জমি
বৃষ্টি নামুক বৃষ্টিতে ভিজুক
আমাদের বিবেক।
ভালোবাসা জন্মাক, বৃষ্টি পেয়ে
তাই বৃষ্টি আসুক বৃষ্টি নামুক
জীবন চিত্রে---।
চারদিকের বিবর্ণ পাতাগুলো সব ঝরে যাক
গজিয়ে উঠুক সদ্য প্রস্ফুটিত ফুল
আর সদ্য কেনা শাড়ির ভাঁজে
ভালোবাসার মুখ আয়না হোক
বৃষ্টি আসুক বৃষ্টি নামুক
সবুজে ভরে যাক
তোমার আমার দেশ।
সকলে মিলে দেখবো নীল আকাশটায়,
হরেক রঙের ছবি
বৃষ্টি নামুক বৃষ্টি আসুক
চলো ভিজি বৃষ্টিতে ।
বিবেক বৃষ্টি চাইছে
ভালোবাসা সম্পর্ক চাইছে
স্বপ্ন চাইছি কবিতার মত
তুমি মেঘ হও
তুমি আঁচল ওড়াও
এসো ভালোবাসাবাসিতে ।
বাঁশিতে সুর বেজে উঠুক
মরুভূমির বিবেক জুড়ে
বৃষ্টিতে ভিজবো এক চাদরে
বৃষ্টি আসুক বৃষ্টি নামুক
বিবেক মরুভূমি জুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন