আগামীর প্রতীক্ষা
------সঙ্ঘমিত্রা
হারিয়ে গিয়েও ফিরে আসি
অক্ষরের রূপোলী আলোর স্বপ্নে,
সত্যের সন্ধানে অনন্ত মেঘ ঢাকা।
বিশীর্ণতার মাঝে তত্ত্ব করি ভালোবাসার
কথামালার ডালায় বাজে প্রত্যাশার তানপুরা।
হাজার ক্ষতস্থানে মায়াদের
দেখা যায়
শিখা বেঁয়ে ওঠে মনের জানালার
কাঁচ ঘেঁষে,
কাঁচের দাগে স্মৃতির আঁচড় মিশে গেছে
মুক্তির ভোরের আলো হাতছানি
দেয় প্রাণোচ্ছল ক্যানভাসে
ছানিপড়া ঝাপসা দু'চোখে তৃষ্ণার ছাপ।
চাঁদোয়াও প্রহর গুনে গুনে একটি পূর্ণিমা পায়।
আগামীর প্রতীক্ষা নবোদিত সূর্যের নেশায়!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন