বন্দিদশা
------ বর্ণা দাস
মহামারীতে বন্দি দশায় আটকে ,
কাটছে সবার জীবন ;
সময়ের গতি হচ্ছে নাকো পার ।
মহামারীর শেষ আসবে কখন ,
কবে বন্দিদশা কেটে মুক্ত হবে জীবন ;
সেই আশাতেই কাটছে দিন সবার ।
একটা সময় মানুষ ছিল মুক্ত ,
বন্দি ছিল পশুপাখি ;
অত্যাচারে জর্জরিত প্রকৃতির গাছপালা পশুপাখি জলস্থল ।
কীসের অভিশাপে যেন গ্রহণ লেগেছে বিশ্বে ,
আজ একই নিয়মে প্রকৃতি মুক্ত অথচ মানুষ বন্দি ;
সত্যি কী অভিশাপ , নাকি মানবজাতির কর্মের ফল ?
মনে পড়ে সেই অত্যাচারের নির্মম দৃশ্য ?
যেথায় প্রকৃতি মায়ের কোল খালি করে ,
তৈরি হচ্ছিল বিশাল অট্টালিকা পাহাড় ।
আজ যেন সেই একই ভাবে ,
বিশ্ব মেতেছে ধ্বংসলীলায় ;
চারিপাশে শুধু মৃত্যু মিছিল ,
যেন তিলে তিলে গ্রাস করছে অন্ধকার ।
যদি কেটে যায় এই মহামারী ,
ফুরিয়ে যায় বন্দিদশা ;
তবে মনে করো দ্বিতীয় জন্ম হল আবার ।
প্রকৃতি তো মায়ের মতোই স্বচ্ছ শীতল হয় ,
যদি তাকে যত্ন করে আগলে রাখো ,
সেও তোমায় যত্নে আগলে রাখবে ;
যদি না করো তার উপর নির্মম অত্যাচার ।
Darun
উত্তরমুছুনKhub sundor, eirokom aro age ja
উত্তরমুছুন