সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

সাগর কুমার আচার্য্য


                          বিলাপ    

                             ------সাগর কুমার আচার্য্য

                        

স্তব্ধতা মোর পথের সাথী, স্তব্ধ আমি অবাক আমি, 
অসীম জ্ঞানের ভান্ডারেতে ক্ষুদ্র কোনো পাত্র আমি l  
বিশাল জ্ঞানের ভান্ডারেতে ক্ষুদ্র আমার আসন খানি, 
ঝুকে ঝুকে প্রণমি তাঁরে অসীম জ্ঞানের কান্ডারি l        
সমাজেতে বাস আমার ক্ষুদ্র কায়া দেহ, 
অজ্ঞানতার কুটির বাসি আমি কাহার কেহ?               
আমার মুখের ভাষা খানি কন্টকেরো বুলি, 
এমন প্রতিত হয় বুঝি আমার কাছের সাথী?                
না বলা মোর কথা সবই বুঝতে ওরা রাজি, 
না বুঝে সব আমার প্রতি ভুল ধারণায় রাজি।
বলতে গিয়ে গোলাপ কথা ভাবের তরি ভাসি, 
বর্ণনাতে তাই আমারই কন্টকেরো ধ্বনি।                    
ভিতর কথা না বুঝে শুধু উপর কথা শুনে।                
দ্বৈর্থকতার ভাষার বুলি বলি সবার সাথে,  
কেহ বুঝে কেও আবার কাটা সম দেখে।     
স্তব্ধ আমি প্রতুত্তরে কোনো কথা না বলি।
হেঁসে হেঁসে দেই উড়িয়ে কঠিন কঠিন বুলি।                  
হাঁসির মাঝে গভীর কোনো ভাষা নেইতো তাতে?         
বুঝতে কী চায় কখনো ওদের বিলাপ মাঝে!

৩টি মন্তব্য: