-------মাম্পী সরকার
ক্লান্ত মন ছিন্ন হৃদয়,
বহিছে ফাগুন বিষন্নতায়।
চারিদিকে লাগল রং এর দোলা,
কিন্তু মোর মনে নাহিকো ছিন্নচ্ছটা।
রং এর দেশে রং এর বশে,
রং মাখে বহু বেশে।
পাল্টায় রং বহুবার,
গিরগিটিরে মানায় হার।।
দেখিয়া তাদের রং,
ক্লান্ত হইল মোর মন।।
ফাগুনে বহিছে নেশা,
তাতে আবার সর্বনাশা,
দুরভিসন্ধি ভরা মন,
ছিন্ন করে অটুট বন্ধন।।
কত রং এ রাঙিয়া সবাই,
রং পাল্টায় ভাই ভাই।।
নিজের আখের গুছিয়ে নিয়ে,
সবাইকে পথে বসায়।।
মিথ্যার প্রশস্ত পথে,
ছুটে যায় শ এ শ এ।।
সত্য শুধু দাঁড়িয়ে থাকে,
নির্জন একাকী পথে।।
তবুও সে লক্ষ্যে চলে।
ভরসা তার সত্য বলে।।
এইটা কি ভাই রং এর খেলা?
যেখানে সব ছেলেখেলা!
আমার রং সেদিনই হবে,
যেদিন সবাই সমান রবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন