সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

গোপাল বনিক


 

             আমার জীবন শুধু আমারই

                                        -----গোপাল বনিক 


আমি পদতল বন্দনা করে বিনয়ী হতে চেয়েছিলাম-

কিন্তু তারা ভাবলো আমার দুর্বলতা,

আমার সৌজন্যতা পরিণত করলো হীনমন্যতায়।

তবে এসো আজ ম্রিয়মানতার খোলস ছেড়ে বেরিয়ে আসি

প্রশ্নবাণ ছুঁড়ে মারি তোমার বুকে

ঝলসে উঠুক বিদ্যুতের মতো-


যাদের অক্লান্ত পরিশ্রমে ভরে উঠে তোমার লক্ষী ভান্ড।

পোড়ারুটি খেয়ে তোমার জন্য গড়ে তুলে ইমারত,

ঝড় জল এক করে তোমাকে বসায় মখমলের নরম কেদারায়।

যাদের রক্তে ভিজিয়ে নাও তোমার জীবনের ভোগ।


আর কতদিন চলবে এই দাসরক্ত ধারা

আর কতদিন অভুক্ত শিশু পথ জুড়ে মরে বেঁচে থাকবে?


আমরা চাই অশ্রুঘামে সুদিনের ঘ্রাণ

আমার পথ শিশুটিই হোক নির্মাণের অধিকর্তা

নররক্তভুক ভুয়া নিরাপত্তার চাঁদর সরে যাক

উঠে আসুক সাম্যদূতের নব প্রজন্ম।


সহিষ্ণুতা তোমায় দিলাম আজ ছুটি।

পদ লালিত্য আজ বন্ধ হোক,

মুষ্টি বদ্ধ হাত গর্জে উঠুক

বলুক আমার জীবন শুধু আমারই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন