কথা ছিলোনা
------অনামিকা লস্কর ভৌমিক
শ্রাবণের অভিসার
নিবিড় বন্ধন,
খোলা আকাশের নিচে
রোদ বৃষ্টির লুকোচুরি
রুমালের স্পর্শে
মুছে গেলো পাতার
অভিনন্দন বৃষ্টিকণা
পাখিরা সঙ্গী ছিলো।
কথা হলো
পারিজাতহীন অনন্তযৌবন
ভালোবাসার মাদকে
বিহ্বল তনু,
একাকার হবে নিরালায়।
ভুলেছি পথ
ধানের ভ্যাপসা গন্ধ
পাতার আগুনে
কালো ডেকচির ভাত
খরের চালের ছিদ্র।
কথা ছিলোনা
বসন্তের আগুনে,
বজ্রপাতের ধ্বনি,
সহসা দেবে দেখা অকারণ।
স্বপ্নের পৃথিবীটা
পাক খাবে গোলোকধাঁধায়,
সোনায় বাঁধানো সিঁড়ি হবে
ভঙ্গুর ধ্বংসস্তুপ,
বেলাশেষে দেখা হলে
দুচোখ ভরে উদাসী নয়ন
দেখে নেবে কান্ত সৌম্য দিপ,
পাখীদের ডেকে নেবে
শ্রাবনের দিনের,
কেন পাখি পোড়া মরিচে পান্তা
চারদিকে আর্তের ধ্বনি
শ্মশানের স্তবিরতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন