সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

শিশির অধিকারী


    

  তোমাকে দেখেছিলেম

                          -----শিশির  অধিকারী


তোমাকে দেখেছিলেম

সুর্যাস্তের সময় 

কলেজ শেষে হেঁটে হেঁটে

শহর থেকে 

গ্রামে যেতে।


তোমাকে দেখেছিলেম

সূর্যাস্তের সময়

ক্লান্ত মুখ 

কপালে ভাঁজ

কাঁধে ব্যাগ

হাওয়ায় উড়ছে উড়না

চটি পায়ে হেঁটে হেঁটে চলেছ।



তোমাকে দেখেছিলেম 

সূর্যাস্তের সময় 

মাটির রাস্তা দিয়ে

গরুর দল নিয়ে

রাখালেরা যায়

উড়ছে হলুদ বালি

তোমার মুখ

কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট

উড়ছে চুল 

যেন রনক্ষেত্রে এক নারী।


তোমাকে দেখেছিলেম 

সূর্যাস্তের সময় 

গ্রামের ত্রিমাথায় 

কৃষ্ণচুড়ার নিচে

ছোট ছেলে মেয়েদের 

পড়া ছিলে হাসি মুখে।


তোমাকে দেখেছিলেম

সূর্যাস্তের সময় 

গ্রামের টিউবওয়েল থেকে 

জল দিয়ে হাত মুখ ধোয়ে 

ওড়না দিয়ে মুছতে মুছতে 

বাড়ীর দিকে যেতে ।


তোমাকে দেখেছিলেম

সূর্যাস্তের সময় 

গ্রামের নাটমন্দিরের মাঠে 

বৈশাখী মেলাতে হাসিখুশীতে

অন্য দের সাথে

নাগর দোলায় চড়তে।


তোমাকে দেখেছিলেম

সূর্যাস্তের সময়

কাঁধে ঝুলানো ব্যাগটা

দু-হাতে বুকে চেপে 

বৃষ্টিতে ভিজতে ভিজতে 

পথ চলা ।


তোমাকে দেখেছিলেম।

সূর্যাস্তের সময়

অসুস্থ মায়ের  মাথায়

হাত বুলাতে বুলাতে

গান গাইতে।


তোমাকে দেখেছিলেম

সূর্যাস্তের পর 

সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে 

এক শুদ্ধ তার প্রতীক রূপে।।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন