মুক্তির আকুলতা
------কাজী নিনারা বেগম
চেয়ে দেখি আঁখি জল।
সাগরে ধাবমান নদী।
নিরন্তন রসের সন্ধানে
এই মহাবিশ্বের মহামিলনে
সেতু বন্ধনে পিছিল পথে
জাগতিক বিরম্বনায় বিপ্লবের
নিনাদ স্বপ্ন এর আশায়।
তবু তার সন্ধানে দিবারাত্রি।
প্রলোভিত মনে মুক্তির আকূলতায়
বেদনার গিরিশ হিমালয় ,
বরফাকৃতি অকুণ্ঠ, ভক্তি প্রবাহে, বিগলিত শতধারা,
তবু মহাপুরুষের মহিয়ান ,
কোন অভিমানে পালিয়েছ বাহিরে।
শুন্য মন্দিররে ফূল শয্যা আগলে,
আমি রহিলাম অনুক্ষন তোমারি প্রতিক্ষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন