ফেরিওয়ালা
-------কিশোর কুমার ভট্টাচার্য
হরেকমাল দু' টাকা ----
হাঁকে না আজ কোনো ফেরিওয়ালা ; আগে
তো মাথায় ছিলো বিরাট বোঝা
চলার পথটি ছিল না সোজা।
পথ ছিল পায়ে হাঁটা
মেঠো পথে বিঁধতো কাঁটা।
এখন কেউ জোরে হাঁকে না
শুধু বলে, হ্যালো!
আপনার একটা পার্সেল
বেশ! এ পর্যন্তই কথা
নির্দিষ্ট ঠিকানায় চলে আসে পার্সেল
ওর পিঠে বিরাট বোঝা
বাহন মোটর সাইকেল
সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে----
সময়ের বিবর্তনে ঐ দিনের ফেরিওয়ালা
আজ গাঁয়ের পথে পথে হাঁকে না,
সে বিলুপ্তপ্রায় হলেও
সংসার নাট্যশালায়
মোদের ফেরি---
বোঝা বয়ে চলা --- চিরজীবী।
রচনাকাল:- ০৯-০৬--২০২০, মঙ্গলবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন