সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

তাপস


 

       বীরের রক্ত

                   ------তাপস


চোখের জল ফেলোনা ,

চোখকে ভিজতে দিওনা ,

এতো ভাবনা কিসের?

আমার স্বপ্নের দেশ

তোমার কোলে এখনো

হয়নি আমার ঠাঁই।

মা বাবা বলে ডাকা হয়নি ,

বাইরের জগৎ কেমন সেটা ও জানিনি ,

কিন্তু দুঃখিত নই আমি ,

তবুও ভাগ্যশালী গৌরবশালী আমি,

যার পিতা যুদ্ধে অগ্রণী সৈনিক

আমি সে পিতার সন্তান। 

যে সামনে দাঁড়িয়ে শত্রুর উপর গুলি বর্ষণ করেছিলো ,

তিরঙ্গার জন্য দাঁড়িয়ে

 কসম খেয়ে দেশের ,

প্রাণ ভিক্ষা দেয়নি শত্রুর।

এটা চিতা না অম্বিত্যেরবেদী ,

গর্ব হয় শহীদ আমার পিতা,

তোমার সীমন্ত খালি হয়নি আরো লাল হয়ে গেছে।

যখন চোখের জলে ভাসছে দেশ ,

বীরের প্রতিমূর্তি তোমার চোখে জল আসেনি ,

যখন পিতার অস্তি কাঁধে তুমি চলেএসেছ,

যে দেশের জন্য আমার পিতা দাড়িয়ে ,

যেখানে আমার মার মত শক্তির গল্প আছে ,

 ভেবো না আমি শোকে  থাকবো,

তোমার জঠরে বীরের রক্ত আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন