খেলাঘর
-----লিটন শব্দকর
এই যে পৃথিবীর সাথে তোমারও প্রতিদিন
আমাকে জায়গা স্মরণ করিয়ে দেওয়ার ধারাবাহিকতা
তাও আমি আচমন করি আহ্নিক ভেবে!
এতেই বোধের ঘরে প্রবেশের মুক্তি ও সাধনা,
সেখানেই পাখিদের কূজন কখনও
গোশালিক, বনবাটান অথবা কিছু পাখি অজানা,
বাতাসের সাথে ছলনায় অশরীরী ডাকে,
কাছেপিঠে কোথাও মৃত্যু লুকিয়ে বেড়ায়,
সবটুকু ব্রহ্মাণ্ড যেখান থেকে দৃশ্যমান
সেমাঠেই হলুদ দুপুর আর নিবিড়তা দোল খায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন