"আগমনীর প্রতিচ্ছবি"
------মিঠু মল্লিক বৈদ্য
সবে দেখো চেয়ে,
সেজেছে আজ সে নববধূর সাজে।
রামধনুর সাতরঙ্গেতে সাজিয়ে আপনারে
নেমেছে ভুবনে পুঞ্জ মেঘের কোলে ভেসে।
পড়নে ময়ূরপঙ্খী,তণ্বী অপরূপী!
শিউলীর শুভ্র পরিমলে
মধুমঞ্জুরীর রমনীয়তায়,
তুমি প্রাণোচ্ছ্বলা।
রৌদ্রছায়ার মায়াবী খেলা,
নীলাকাশে সাদা মেঘেরভেলা,
অদূরে কাশফুলের সিগ্ধতায়
মোহনীয় তুমি।
দখিণ সমীরণ,মুক্ত বাতায়ন;
নির্মল জোছনা ভরা নীরব যামিনী;
সবুজ ক্ষেতে সোনালী আলোর ঝিকিমিকি
তুমি আসমানী পরী।
শিশির ভেজা ঘাস,শিউলীর আস্তর
প্রভাত রবির চিক্কণ আভায়
যেন মুক্তাদ্যুতির
আলোকঝর্ণা।
অদূরের শান্ত জলে মেঘভেলার ছায়া,
বিলে শাপলা শালুকের মৌ-মৌ সুভাস,
ছুটির আমন্ত্রণ,উৎসবের হাতছানি
শরৎরানী তুমি ;আগমনীর প্রতিচ্ছবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন