সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কবিতা সরকার


 

    সত্যি কিংবা কল্পনাতে 

                      ----- কবিতা সরকার



যেতে চাই অনেক দূরে 

সত্যি কিংবা কল্পনাতে 

কোনো এক সুদূর দেশে বরফ ঢাকা পাহাড় পরে 

যেথায় রাঙা সূর্য ওঠে সকল প্রাতে খিলখিলিয়ে । 

ঢেউ হয়ে ফিরবো আমি, অফুরান সেই নদীর বুকে

কিংবা কোনো শীতের ভোরে 

যখন হিমেল হাওয়া লাগবে গায়ে

সেথায় আমি থাকবো জেনো 

ইচ্ছে করেই চুপটি করে । 



যেতে চাই অনেক দূরে 

সত্যি কিংবা কল্পনাতে 

তেপান্তরের মাঠের পরে 

যেথায় মেঘ মিশেছে মাটির সাথে, 

মরিচীকার আলিঙ্গনে । 

থাকবো আমি দিনের শেষে 

নিকেল হওয়া সন্ধ্যা রঙে, 

কিংবা সেই তালের গাছে 

যে বাবুইটা বাঁধছে বাসা 

আনন্দেতে দিনে - রাতে 

সেথায় আমি থাকবো জেনো 

তারই ঠোঁটে ব্যস্ত ভারী কর্মী হয়ে ।



যেতে চাই অনেক দূরে 

সত্যি কিংবা কল্পনাতে 

সব ছাড়িয়ে সেই আকাশ পরে

যেথায় মেঘ ভাসছে নৌকা হয়ে, 

থাকবো আমি চাঁদের দেশে 

চরকা কাটা সেই বুড়ির পাশে, 

কিংবা কভু জ্যোৎস্না রূপে 

পরবো ঝরে আঁধার রাতে 

সেথায় আমি থাকবো জেনো 

শুধুই তোমায় আলো দিতে । 



থাকবো আমি রামধনুর সেই 

রঙ ছড়ানো সাতটি রঙে, 

থাকবো আমি বৃষ্টি ফোঁটায় 

ঝড়বে যা মুক্তো হয়ে, 

থাকবো আমি সেই আলোতে 

যা পথ দেখাবে অন্ধকারে, 

থাকবো আমি শুষ্ক পাতায় 

যা পড়বে ঝড়ে মাটির বুকে, 

থাকবো আমি সুপ্ত বীজে 

যেথায় বৃক্ষ শিশু ঘুমিয়ে থাকে, 

থাকবো আমি লক্ষ-কোটি - যোজন দূরে 

টিমটিম সেই তারা হয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন