সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

দেবাঞ্জনা সেন

               

               ইচ্ছে শক্তি


                          -----দেবাঞ্জনা সেন 


একদিন হারিয়ে যাব অন্যকোন দেশে

 নীল আকাশ, সবুজ ঘাস

 লালচে সূর্যের আলো,যেথায় গিয়ে মেশে

ফড়িং ও পাখি হয়ে আকাশে উড়ি

মনেহয় যেন নিজে একটি উন্মুক্ত ঘুড়ি।

ইচ্ছেগুলো জাগিয়ে রেখে, চলব সেই

ইচ্ছের হাতেই হাত রেখে

শুনেছি ,জীবনে নাকি

অসাধ্য বলে কিছুই নেই

তাই ভাবি, পথ চলে এবার

তাহলে দেখিয়ে দিই

অনেক তো হলো ঘরের কোনে থাকা

মেয়ে সেজে নিজেকে গুটিয়ে রাখা

এবার তো নিজেকে স্বাধীন করি

অনন্য করে নিজেকে তোলে ধরি

কথায় আছে, "আমরা নারী, আমরা সব পারি"

ভবছি এবার এই কথা শক্তির হাতটি ধরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন