একলা চলো
-----সায়ন পাল
গিয়েছিলাম তোমার বাড়ি পূর্ণ হৃদয়
মন যেন চড়ুই পাখি চির সুখময়।
গিয়ে দেখি দ্বারে তালা, প্রবেশ আমি করতে নারি
ধোঁয়ায় করে চক্ষু জ্বালা এই যেন পরিত্যক্ত বাড়ি।
গিয়েছিলাম পুকুরঘাটে যেথায় করে স্নান শিশুরা,
মাছরাঙ্গা মাছ ধরল, বোয়াল কই এ পুকুর ভরা।
বেলা হল শেষ ছেলে সব ঘরে ফিরলো,
মাছরাঙ্গা উড়ে গেল, বোয়াল কই ও ডুব মারলো।
গিয়েছিলাম পুজো প্রাঙ্গণে ঢাকের তালে নাচে মন,
হই হই আর পুজোর গন্ধ আলোড়িত পূজা প্রাঙ্গন।
গিয়ে দেখলাম হঠাৎ বৃষ্টি, তুফান যেন নামিল,
পুজো হল সাঙ্গ, স্বার্থে মানুষ সব ঘরে ফিরলো।
গিয়েছিলাম মহা অরণ্যে, যেথায় কোকিল ডাকে,
কুহু কুহু কলরবে অরণ্য ভরে থাকে।
গিয়ে দেখি নীরবতা নাইগো কুহু ডাক,
ক্লান্ত হল কোকিল পাখি, প্রচন্ড অবাক!!
ফিরে আসলাম মোর কুটির ঘরে, ডাকি মা মাগো
কুটীরের ধারে ছোট্ট তালা, প্রাণে তো আর সয়না গো।
এমনই এক অট্টহাসিতে আকাশ ভেঙ্গে পড়লো
বলছে এইতো জীবন, কেহ না করলে তুমি একলা করো গমন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন