শ্রাবণের কালোমেঘ
------সনৎ কুমার কুন্ডু
পুষ্ট দেহের পরিপক্ক আগুনে
ঝলসে গেল সারাটা মন
দিগন্ত থেকে ভেসে আসা গাংচিল
চোখেমুখে অশ্রু অসাধারণ ক্লান্তির ছাপ ।
বিদগ্ধ চেতনাগুলো
এতদিন বাসন্তী রং মেখেছিল
দীপ্ত আলোর সোহারায় উন্মাচিত হলো
তার অবগুন্ঠিত অবয়ব ।
বেরিয়ে আসা লুকায়িত রহস্যবৃত আগুন
নির্বাপিত হয়না,
শ্রাবন্তী বাসরে রিমঝিম শব্দ ও
অবিশ্রান্ত জেগে থাকা জোনাকীর আলোয়
পুষ্ট দেহের রংটা
সারাক্ষণ হৃদয়ে আলোড়িত হচ্ছে,
আমার নয়ন জুড়ে শুধু শ্রাবণের উদ্ভ্রান্ত মেঘ
বোধহয় আজ নির্বাপিত করবে মনের আগুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন