সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ভবানী বিশ্বাস

       

          প্রকৃতি মা আমার

                

                            ------ভবানী বিশ্বাস। 


মাগো,, দীর্ঘদিন হলো তোমার সাথে 

দেখা হয় না সেরকমভাবে। 

আজ প্রকৃতি মেঘমেদুর বর্ষায় সমাদৃত। 

চারিদিকে মিষ্টি পাখির কূজন, সবুজের সমারোহ, তুমি নবসাজে সেজেছো। 

তবুও দেখছি মনটা তোমার ভারাক্রান্ত গো.. 

হবে নাই বা কেন! 

কত না অত্যাচার করেছি তোমার উপর, 

কলুষিত করেছি তোমায়। 

আগুন জ্বালিয়েছি তোমার ফুসফুসে, 

রক্তাক্ত করেছি তোমার হৃদয়। 

তাই বুঝি এতো রাগ আমাদের উপর, 

রুদ্রানী রুপ করলে তুমি ধারন! 

মাগো,, এবারের মতো ক্ষমা করে দাও। 

কথা দিচ্ছি, তোমার জন্য সময় বের করবো। 

শুনেছি,, মা মমতাময়ী! 

একটিবার সুযোগ দাও তোমার অবাধ্য সন্তানদের। 

শুধু একটিবার....

1 টি মন্তব্য: