পথশিশু
------মিঠু মল্লিক বৈদ্য
হে পথশিশু তুমি লুকিয়ে কোথায়?
তাকিয়ে দেখো নগ্ন রাজার উদ্দামতা,
প্রজারা সব বিকিয়েছে বুদ্ধি বিবেক
নগ্নতা দেখেও হাততালিতে জয়জয়কার।
শত অবিবেকের মাঝে আছ শুধু তুমি
সবুজ মনে অবুঝের স্বচ্ছতা নিয়ে।
সহস্র ভিড়ে নির্ভীক চিত্তে বলে যাও
রাজার লজ্জা ঢাকার কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন