সুর
------নাফিসা খান
পলাশের ওপারে দাঁড়িয়ে ভিজছে আমার বৃষ্টি
তোমার সুরের সাথে সুর মিলিয়ে,
আবির তরঙ্গ বাঁধ ভেঙ্গেছে,মনের গায়ে মন লেগেছে,
ভিজছে আকাশ,ভিজছে নদী, ভিজছে স্রোত ,
ভিজছে আমার নোঙর খানি কৌমুদী বাহারে....
দু,চোখের নক্ষত্রে বেঁধেছে কুঠি গানের খেয়ালে,
তোমার সুরের সাথে সুর মিলিয়ে,
আমি বৃষ্টিভেজা সকালখানি রেখেছি তোমার গানের ওপারে...
ভিজছে সকাল,ভিজছে বৃষ্টি,ভিজছে রাগ
ভিজছে নদীর অঙ্গখানি মেহুল বনের আঁচর বেয়ে..
আমার একতারা আজ মোহেরতালে ,সুরের মালায়
সুর গেঁথেছে,
গাইছে আমার ভুবনখানি তোমার ভূয়ের সংসর্গে
ভিজছে সুর,ভিজছে গান,ভিজছে মন,ভিজছে আমার বৈশাখী তোমার সুরের সাথে সুর মিলিয়ে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন