সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

অমল কুমার মাজি

 

            আসতে চাই


                        ------অমল কুমার মাজি


কোনো একদিন নতুন  সকালে

মাস্ক ছুঁড়ে ফেলে হাসতে চাই

আলো-ঝলমল সোনা-রোদ মেখে

খুশীর জোয়ারে ভাসতে চাই

আগের মত মুখোমুখি বসে

তোমাকেই ভালবাসতে চাই

সেদিনের মত ছুটির বিকেলে

তোমাদের বাড়ি আসতে চাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন