সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

পবিন্দ্র দেবনাথ

                   

                         মনের কথা
                                     
                                     -------পবিন্দ্র দেবনাথ 


চলার পথে , চেয়েছিলাম হতে , সকলের কাছে ভালো ।

দুষ্ট লোকের চক্রান্তে আজ হতাশ হতে হলো।।

একশোতে নিরানব্বই যদি আমায় ভালোবাসে ।

একশোতে এক তো বন্ধু , মরবে যে ঈর্ষাতে ।।

সকলের ভালোবাসায় বন্ধু , হতে চাই যে বড়ো ।

পিছন দিকে টেনে ধরলেও আটকাতে পারবে ? বলো--

হাজারো হাজারো মানুষের হৃদয়ে যদি নিতে পারি ঠাঁই।

দুষ্ট লোকের ষড়যন্ত্রে আমার কী আর হবে ভাই।।

উপকৃত শত জনে বেইমান দুয়েক জন ।

ভুল বুঝে তাদেরও তো করেছিলাম প্রিয়জন।।

অতি প্রিয়জনেই বন্ধু করে সর্বনাশ।

দুঃখ- ক্লেশ তবু না করি, না করি অভিলাষ।।

পরম কল্যাণময়ের কাছে করি  গো প্রার্থনা।

কুমতিকে মতি দাও , করো প্রভু মার্জনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন