সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

সেখ মনিরুদ্দিন


          বৃষ্টি এলো


                      -----সেখ মনিরুদ্দিন


আকাশ কাঁদিয়ে বৃষ্টি এলে

জানিনা তোমার ফন্দি,

ভিজিয়ে আমায় হলে যে তুমি

চোখ ক্যামেরায় বন্দি।


মন খারাপের ক্যানভাসে বুঝি

মেলেছো তোমার সীমানা,

ঝর ঝর করে মনেতে ঝরিয়ে

খুঁজছো নিজের ঠিকানা।


তোমার ছোঁয়ায় গাছেরা পেলো

সবুজ সতেজ জীবন,

নদীর জলে এনে দিলে ঢেউ

দুকূল ভরে প্লাবন।


বাতাস হয়েছে পাগল পারা

মাটি পেয়েছে প্রাণ,

সোঁদা গন্ধে মাতাল করে

অদ্ভুত এক ঘ্রাণ।


পৃথিবী বাঁচার রসদ পেয়েছে

কেবল তোমার জন্য,

তোমার তুমিতে অপরূপ হয়ে

করলে সবকে ধন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন