সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

রাজেশ ভট্টাচার্য্য

 

আজও স্মৃতির বীণা বাজে


                     ------রাজেশ ভট্টাচার্য্য


ঠিক যেন প্রাণের টানে

প্রাণের পথে বেরিয়ে পড়া

সপ্তম আষাঢ়ের প্রভাতপথে।

সাথে দুই বোন আর

প্রাণের ছোঁয়া পাওয়ার আশা।

কবিগুরুর ঝিক্ ঝিক্ শব্দে,

বোলপুরের সাথে প্রথম যোগ।

টোটো হয়েছে আজ ক্লান্ত

যেন ভার বইতে অক্ষম।

বাতাসে শুধু বাড়ছে ঘনত্ব

রবি-শান্তির তৃপ্ত গন্ধ।

সুয্যি মামা স্বাগত জানালেন

তার উজ্জ্বল তপ্ত আলিঙ্গনে।

শ্যামলী-উদীচী-পুনশ্চ বেয়ে

দু'চোখ মেললাম উত্তরায়ণের অন্তঃপুরে।

সোনার ফসল দু'চোখে ভরে

ফিরে এলাম প্রকৃতির কোলে।

পৃথিবীমাতা কালো চুল ছেড়ে

জানান দিলেন মুচকি হেসে

বর্ষারাণীর আগমন বার্তা।

গাছের পাতার ফাঁক দিয়ে

নেমে আসা টিপ্ টিপ্ ধারা 

 আজ অপরূপ সাজে সজ্জিত।

স্মৃতিপূর্ণ সোনারতরী নিয়ে

ফিরে আসা আমার মাঝে

আজও স্মৃতির বীণা বাজে।



রচনাকাল:- ১২/০৬/২০২১ ইং শনিবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন