সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

হেমন্ত দেবনাথ

 

                     বর্ষা 

                              ------হেমন্ত দেবনাথ


বর্ষায় মেঘমেদুর বিষণ্ণ দিনগুলো,

মুছে দেয় গ্লানি আর পথ-প্রান্তের ধুলো।

চঞ্চলা বর্ষা-বালিকা খেলে পূর্বাকাশে

মেঘের এলো কেশ ছড়িয়ে দেয় প্রতি নিঃশ্বাসে।

হৃদয়-মন হয় যে ব্যাকুল

অজানা রিরহ-বেদনায়--

ঘনবৃষ্টির রিম ঝিম বেজে

উঠে 'সবুজের' অঙ্গুলি হেলনায়।


ঝড়ের রাতে প্রেয়সীর অভিসার

মনের গহনে জাগে বার বার।

বরষা-কল্যাণী তুমি! তব পরশে ফসল ফলে,আবেগ ঝরে।

বনবীথি পায় প্রাণ তব বরে।

কলুষিত মন করো বিমল--

বিশ্বজগৎ ধুয়ে-মুছে করো তুমি অমল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন