হতাম যদি
-------সুপর্না কর
হতাম যদি পাখি,
উড়ে যেতাম ঐ নীল আকাশে।
স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম
প্রকৃতির ঐ কোমল বাতাসে।।
কোকিলের ন্যায় মধুর সুরে
গেয়ে যেতাম প্রকৃতির গান।
সেই গানের ছন্দে মৃদু আনন্দে
তৃপ্তি হতো সকলের প্রাণ।।
হতাম যদি স্নিগ্ধ নদী
বয়ে যেতাম তরঙ্গের ন্যায়।
হিমালয়ের শুভ্রতায় মিলিত হতে,
করতাম না যে সময় ব্যয়।।
মানুষ হয়ে জন্ম নিয়ে,
সত্যি যেন ক্লান্ত আজ।
মনুষ্যত্বের বিষাক্ত মায়াজালে
কলুষিত আজ গোটা সমাজ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন