অলৌকিক ভালোবাসা
------শিবাশীষ মিত্র
দুই মেরুতে দুটি মন এক অলৌকিক কর্ষণ।
দুই গোলার্ধে একই ঋতু শ্রাবন ধারার বর্ষন ।।
দুটি মনে জোয়ার শুধু ভাটার নেইকো স্হান ।
পূর্ণিমা হওক অমাবস্যা জোয়ারে ভাসে প্রান ।।
গ্রহণ?সেতো ভুলেই গেছি দু'হৃদয়ে সদালোক।
ভালোবাসায় মন গহীনে আঁকি নতুন ভূলোক।।
এক অলৌকিক ভালোবাসা ধরা ছোঁয়ার আড়ে।
স্বপ্নের সোনা রূপার কাঠি প্রান শিয়রে নাড়ে।।
বুকের বাঁদিক হয়না শুন্য সদাই ভরা প্রেমে।
সুখে দুঃখে রাখি বেঁধে মনিকোঠায় টেনে।।
আঁধার যখন আসে তেড়ে কালবৈশাখী রাতে,
মনপ্রদীপটা আগলে রাখি দোহে চারি হাতে।।
দুরত্বটা মন এককে হয়নি নাপা আদৌ।
সুখে দুঃখে একই আছি শ্রাবন কিংবা ভাদৌ।।
দুটি খাঁচা এক আত্মা এক সমুদ্র প্রেম।
মনকাঁচেতে বাঁধানো তবু অটুট এই ফ্রেম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন