"জোর যার মুলুক তার"
-----বর্ণা দাস
পথের ধারে ক্ষুধার টানে ,
মরছে যারা রোজ।
বাঁচার লড়াই কঠিন ভীষণ,
ওদের কেউ রাখেনা খোঁজ।
স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই ,
কে রাখে কার খোঁজ ?
এই শহরে মানুষ আছে ,
শুধু মনুষ্যত্ব নিখোঁজ।
চাষার ঘরে ভাত নেই ,
শ্রমিকরা দিনরাত খেটে চলে।
পথ শিশুটা পথের ধারে,
কেঁদে ভাসায় চোখের জলে।
গুনে ধরা সমাজের চারপাশ,
নামডাকওয়ালা শিক্ষিতদের বাস।
হিংসার আগুনে দেশ পুড়ে ছাই,
পথে ঘাটে মাঠে কত জ্যান্ত লাস।
মিথ্যার কবলে সত্য নাজেহাল,
ছিনিয়ে নেওয়া হয় বাঁচার অধিকার।
মুখ ফুটে কিছু বলা বারণ,
এখানে জোর যার মুলুক তার।
আইনের চোখ সত্যি বাঁধা,
প্রতিবাদীরা শব্দ হারা ।
অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠলে,
ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শিরদাঁড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন