সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

টিটু বনিক

 

      চোখ ভালোবাসার প্রথম স্তর


                                    -------টিটু বনিক


তোমার চোখের মাঝে এক মায়া আছে, 

যা দিয়ে একটা সূর্যকেও গ্রাস করা যায়,

যা দিয়ে অনায়াসে বশীভূত করা যায় ,

তুমি কী জানো ? এই চোখে প্রশান্তি আছে,

যা দেখলে হৃদয়ের উন্মাদ ঢেউও শান্ত হয়,

নদীর চলা বন্ধ করে দেয় আর চেয়ে থাকে,

ভুলে যায় মোহনার আসক্ত শুধু তুমি।

যা দেখলে পথিকও হারিয়ে ফেলে ঠিকানা,

ভুলে যায় জীবন কি মৃত্যু কি।

ভুলে যায় অতীত কি ভবিষ্যৎ কি।

ভুলে যায় দুঃখ‍ কি সুখ কি।

থাকেনা কোনো বাস্তবতার সচেতনা,

যেন সবকিছু মায়া আর মায়া,

চোখ হেন এক বৃহৎ স্বস্তির  ছায়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন