ভাবনা
------ইএইচপি রূপক পোদ্দার
বন্ধু তুমি
ছেড়ে গেছো বলে আজ
আমার ছন্দ হারালো জীবন।
এই কতটা ক্ষন,
না পেয়ে তোমায় আজ
ছন্ন ছাড়া ছিলো এ'মন।।
দেবী ছাড়া আমার এই
মোর দেবালয়
শূণ্য ক্ষুন্ন পরে রয়।
দেবীর আসনে আর
রবে না তুমি যদি
ভাবতেই মনের মাঝে কেমন যেন ভয় হয়।।
কলি গুলি কি আর
ফুল হবেনা, ফুঁটে
যদি না লাগে তব পূজায়।
বন্ধু তুমি
নিত্য সেবায় থেকো,
পূর্নতা পাবে মোর দেবালয়।।
তৃপ্ত পরাণ
নব সাঁঝে মোর
উৎসব রসে ভরপুর তব মোর মন।
পুস্প ঝরা আজ
শীতল সন্ধ্যায়
উচ্ছ্বাস আনলো তব আগমন।।
পাখী জোড়া বয়
মিলনের গান গেয়ে
ফিরেছে যে যার ঘরে।
চাঁপার মালা
পরাবো তোমায়
উদ্দেলিত পরান,বন্ধু ওরে।।
শুভ্র মেঘের
নিঠুর বেলায়
এ'মন খুঁজেছে তোমায় বহু গুনচে প্রহর।
প্রসাদ সম মোর
এলে বন্ধু তুমি আজ
দখিন হাওয়ায় পূন্য হলো আজ এ'শহর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন