সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

পূজা মজুমদার

  

                নিদারুণ প্রেম


                                -----পূজা মজুমদার


কি নিদারুণ সত্যি! আমি তোমায় ভালোবেসে ছিলেম...

দিন মাস ঘন্টার হিসেব না রেখে!


কি নিদারুণ সত্যি -

কতো সহস্রবার তুমি খুন হয়েছো

আমার চোখ-ঠোট-নাকে - চিবুকে!


কি নিদারুণ সত্যি -

আমরা কখনো বদ্ধ হইনে জীবনে

কতো রোগ-শোক-তাপ

তবুও বড় সাধ স্বেচ্ছা মরণে!


সত্যি যে বড় নিদারুণ -

হাজার রাত অথবা সহস্রদিন

শেষে কালান্তরে যাত্রা!

এক নশ্বর শরীর ছেড়ে অশরীরী জগতে-

চিনি কি তোমায়?

চেনো কি আমায়??

আত্মা কি কাঁপে বাতাসে?

এ কি নিদারুণ সত্যি,

আমি জন্মান্তরবাদ ভুলেছি ভালোবেসে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন