নিদারুণ প্রেম
-----পূজা মজুমদার
কি নিদারুণ সত্যি! আমি তোমায় ভালোবেসে ছিলেম...
দিন মাস ঘন্টার হিসেব না রেখে!
কি নিদারুণ সত্যি -
কতো সহস্রবার তুমি খুন হয়েছো
আমার চোখ-ঠোট-নাকে - চিবুকে!
কি নিদারুণ সত্যি -
আমরা কখনো বদ্ধ হইনে জীবনে
কতো রোগ-শোক-তাপ
তবুও বড় সাধ স্বেচ্ছা মরণে!
সত্যি যে বড় নিদারুণ -
হাজার রাত অথবা সহস্রদিন
শেষে কালান্তরে যাত্রা!
এক নশ্বর শরীর ছেড়ে অশরীরী জগতে-
চিনি কি তোমায়?
চেনো কি আমায়??
আত্মা কি কাঁপে বাতাসে?
এ কি নিদারুণ সত্যি,
আমি জন্মান্তরবাদ ভুলেছি ভালোবেসে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন